ঢাকা, বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪

১২০ বছরের মোজাহার বিশ্বাস ভোট দিলেন

মাগুরার শ্রীপুর উপজেলার কমলাপুর গ্রামের ১২০ বছর বয়সী মোজাহার বিশ্বাস ভোট দিয়েছেন। ভোট দিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বয়োবৃদ্ধ এ ভোটার।


রোববার (২৬ ডিসেম্বর) শ্রীপুর উপজেলার কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোটকেন্দ্রে শীত উপেক্ষা করে তিনি সকাল সাড় ৯টায় ভোট দিতে আসেন।


বয়সের ভারে ন্যুব্জ মোজাহার বিশ্বাস কমলাপুর গ্রামের সবচেয়ে বয়স্ক ব্যক্তি। বয়স ১২০ এর কোঠায়।


মোজাহার বিশ্বাস বলেন, দেশের নাগরিক হিসেবে ভোটতো দিতেই হবে। এরপর আর কোনো ভোট নাও দিতে পারি।


তিনি জানান, বয়স অনেক হয়েছে। অনেকবার ভোট দিয়েছি। এবারও ভোট দিলাম। ভোট খুবই সুষ্ঠু হয়েছে। কোনো ঝামেলা নেই।


কমলাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইমন হোসেন বলেন, আমার এ কেন্দ্রে মোজাহার বিশ্বাস সবচেয় বয়স্ক ভোটার। তিনি সকাল ৯টায় ভোটকেন্দ্রে আসেন।


রোববার চতুর্থ ধাপে মাগুরার শ্রীপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সকাল থেকে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে। প্রতিটি কেন্দ্রে দীর্ঘলাইনে ভোটাররা উপস্থিত হয়েছেন।


৮টি ইউনিয়নের ৮৮টি কেন্দ্রে ১৩৮৮১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে ৬৯৩৩৬ জন পুরুষ ভোটার ও ৬৯৪৮১ জন নারী ভোটার রয়েছেন। এ নির্বাচনে ২৭ জন চেয়ারম্যান, ৭৬ জন সংরক্ষিত মহিলা সদস্য ও ২৬৬ জন সাধারণ সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরমধ্যে এই প্রথমবারের মতো ১নং গয়েশপুর ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ads

Our Facebook Page